শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

বরিশালে বাংলাদেশ-শ্রীলঙ্কা যুব ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। যদিও পূর্বনির্ধারিত সময়ানুযায়ী আজ শনিবার এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বরিশালে কোনো আন্তর্জাতিক ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। তবে আবহাওয়ার কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার প্রথম ম্যাচটি আজ  শুরু হচ্ছে না। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে মিডিয়া সেলের বার্তায় জানানো হয়, শনিবার সকাল ৯টায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের চার দিনের ম্যাচের পূর্বনির্ধারিত উদ্বোধনী অনুষ্ঠান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতি উন্নতি সাপেক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের নতুন সময় ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থা সার্বিক দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আলমগীর হোসেন আলো জানান, টানা বৃষ্টির কারণে মাঠে পানি রয়েছে। এ কারণে শনিবার খেলা হবে না। যেহেতু খেলা অনুষ্ঠিত হচ্ছে না, তাই উদ্বোধনী অনুষ্ঠানও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। মাঠ খেলার উপযোগী হলে পরবর্তীতে উদ্বোধনী অনুষ্ঠানের নতুন সময় জানিয়ে দেওয়া হবে।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার রাত ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশালে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335