বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:০৭ পূর্বাহ্ন

বগুড়ায় সোনালী ব্যাংকে মহাক্যাম্প

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বুধবার সোনালী ব্যাংক লিমিটেড, কলেজরোড শাখা, বগুড়ার উদ্দোগে শ্রেণীকৃত ঋণ আদায় এবং কৃষি ও পল্লী ঋণ বিতরণ কর্মপরিকল্পনা ও মনিটরিং প্লান-২০১৯ এর আলোকে খেলাপি ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণ উপলক্ষ্যে শাখা প্রাঙ্গনে সকাল ১০:৩০ মিনিটে কৃষকদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টির লক্ষ্যে এক মহাক্যাম্পের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখার ব্যবস্থাপক এ কে এম আব্দুল হান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহী মো: আমির হোসেন, । ডেপুটি জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস বগুড়া মো: মতিয়ার রহমান সরকার,এ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড বগুড়া কর্পোরেট শাখা বগুড়া মো: রফিকুল ইসলাম, সদর থানার এস আই শহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও কাউন্সিলর বগুড়া পৌরসভা, ৩ নং ওয়ার্ড, বগুড়া, কবিরাজ তরুন কৃমার চক্রবর্তী , রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মো: জাহিদুল ইসলাম , এসপিও ম্যানেজার (সাবেক)ফিরোজ আল মুজাহিদ, সোনালী ব্যাংক লিমিটেড, ধুনট শাখা, বগুড়া। অনুষ্ঠানে প্রধান অতিথি,এবং বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কৃষকদেরকে মসলা জাতীয় ফসল উৎপাদনে অধিক গুরুত্বারোপ করেন এবং রবি ফসলের জন্য সোনালী ব্যাংক লিমিটেড থেকে বরাদ্দকৃত ঋণ গ্রহণ করে তা সঠিক সময়ে পরিশোধ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান রাখেন। কৃষি ঋণ আদায় ও বিতরণ অনুষ্ঠানে রাজাপুর ইউনিয়নের প্রায় ৬০ জন কৃষক অংশ গ্রহন করেন এবং মহাক্যাম্প অনুষ্ঠান কালে ১৫ জন কৃষকদের মাঝে ৫.৮০ লক্ষ টাকা কৃষি (আলু উফশী জাত) ঋণ, এসএমই ও ক্ষুদ্র ঋণ খাতে ১ জন কে ১.০০ লক্ষ, ক্ষুদ্র খামার খাতে ১০ জন কৃষকের মাঝে ৫.০০ লক্ষ সর্বমোট ২৬ জন কৃষকের মাঝে ১১.৮০ লক্ষ টাকা ঋণ মঞ্জুরীপত্র বিতরণ করা হয়। সভা শেষে কৃষকদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। মহাক্যাম্পে বিপুল সংখ্যক কৃষকসহ বিভিন্ন পর্যায়ের ঋনগ্রহীতা এবং খেলাপী ঋণগ্রহীতা উপস্থিত থেকে অতিথিদের সাথে মতবিনিময় করেন এবং ৩০ জন খেলাপী ঋণগ্রহীতার কাছ থেকে ৮.০০ লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335