বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৪৯ অপরাহ্ন

আমরা সকলে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাই : উপজেলা চেয়ারম্যান রিজু

শিবগঞ্জ,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু বলেছেন, আমাদের সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠতে হবে। “মাদকের করালগ্রাস থেকে যুব সমাজকে বাচাতে হলে বেকারত্বকে ঘুচাতে হবে। সকলে নিজ নিজ ভাল কাজের কর্মে মনোযোগী হলে মাদক নামের কোন নেশা থাকবেনা। এ ছাড়া কর্মময় জীবনের সঙ্গে খেলাধূলা এবং সাংস্কৃতিক এর প্রতি ঝুকতে হবে। আমরা সকলে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে চাই। খেলাধূলা করলে শরীর ও মন ভাল থাকে। গতকাল বরিবার আলাদীপুর যুব সমাজের আয়োজনে মরহুম আব্দুস সামাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শেষে আলহাজ্ব শামছুল হক প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়াম্যান রিজ্জকুল ইসলাম রাজু, শিবগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান বিশিষ্ট্য সমাজ সেবক রাকিব আকন্দ। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব শামিম চৌধুরী, মোজাফ্ফর হোসেন, মিজানুর রহমান মিলন, শিপন আকন্দ, আব্দুল মান্নান প্রমুখ । খেলায় উপজেলার কিচক ইউনিয়নে হরিপুর বনাম গোপিনাথপুর একাদ্বশ ক্লাবের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় গোপিনাথপুর একাদ্বশ ২-০ গোলে বিজয় অর্জন করে। খেলাটি হাজারো দর্শক উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335