বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

নিজেদের অস্ত্রভাণ্ডারে হামলা চালাল মার্কিন যুদ্ধবিমান

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : মার্কিন যুদ্ধবিমান সিরিয়ায় নিজেদের অস্ত্রভাণ্ডারে হামলা চালিয়েছে। মজুত করা অত্যাধুনিক অস্ত্রগুলি যাতে অন্য সশস্ত্র বাহিনীর হাতে না পড়ে, সেজন্য এ হামলা চালানো হয়। পেন্টাগনের পক্ষ থেকে এ জানানো হয়েছে।

আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল মাইলস ক্যাগিনস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, উত্তর সিরিয়ার সব ঘাঁটি ছেড়ে আপাতত কোবানে শহরে এসে জড়ো হয়েছে মার্কিন সেনারা। সেখান থেকে তাদের বিমানে করে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হবে। এই মুহূর্তে সিরিয়ায় রয়েছে প্রায় ১ হাজার মার্কিন সেনা।

উত্তর সিরিয়ার কোবানে শহরের একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বুধবার বোমাবর্ষণ করে মার্কিন এয়ার ফোর্সের দুটি এফ-১৫ যুদ্ধবিমান। সেনা প্রত্যাহারের আগে লাফারজ সিমেন্টের ওই ফ্যাক্টরিটিই ছিল মার্কিন ফৌজের একটি মজবুত ঘাঁটি।

এদিকে, উত্তর সিরিয়ার মানবিজ, রাস আল আইন, কোবানেসহ কুর্দ মিলিশিয়ার দখলে থাকা এলাকাগুলির দিকে এগিয়ে আসছে তুরস্কের সেনা ও আঙ্কারার মদতপুষ্ট ‘ফ্রি সিরিয়ান আর্মি’।

সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335