শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন

সারিয়াকান্দিতে কৃষি পুনর্বাসন করে বগুড়া ওয়াইএমসিএ

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়া ইয়াং মেনস খ্রীষ্টিয়ান এসোসিয়েশন (ওয়াইএমসিএ) ইপকপ প্রকল্পের মাধ্যমে  শুক্রবার সারিয়াকান্দির বড়ইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসন কার্যক্রম করে। সংস্থার উপদেষ্টা এ্যাড. বার্নাড তমাল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদ সদস্য আনছার আলী মাস্টার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি এদেশের মেরুদন্ড ও গুরুত্বপূর্ণ অংশ। কৃষি পুনর্বাসনে বীজ ও সারের ব্যবহার সঠিক হলে আজকের এ আয়োজন সার্থক হবে। বন্যা চলাকালীন বন্যার্তদের সাহায্য-সহযোগিতার হিড়িক পড়ে। কিন্তু বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ কৃষকরা বেশ সংকটে পড়ে থাকে। নিজেদের খাবার জোটাতে হিমশিম খেতে হয়। অন্নের অন্বেষনের পর অর্থ সংকটের কারনে ফসল লাগানোর জন্য বেশ চিন্তিত হয়ে পড়ে। বর্তমান সরকার বন্যা চলাকালীন ও বন্যা পরবর্তী ব্যবপক সহযোগিতা করলেও সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এগিয়ে আসা উচিত। কারন সরকারি ও বেসরকারি সংস্থা সমন্বয় ঘটিয়ে কাজ করলে দেশ এগিয়ে যাবার পাশাপাশি ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে। এরই ধারাবাহিতকায় ক্ষতিগ্রস্থ কৃষকদের একটু স্বস্তির নিঃশ্বাস ফেলানোর নিমিত্তে বগুড়া ইয়াং মেনস খ্রীষ্টিয়ান এসোসিয়েশন যে উদ্যোগটি বাস্তবায়ন করছে এটি অবশ্যই প্রশংসার দাবীদার। তিনি আরো বলেন, সংস্থাটি ইপকপ প্রকল্পের মাধ্যমে বিগত দিনে নদী ভাঙ্গন বন্যা কবলিত এলাকায় ফ্লাড সেন্টার স্থাপন, ত্রাণ বিতরন, বৃক্ষ রোপন, গৃহ নির্মান, চক্ষু শিবির, ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠিকে সাবলম্বি করার জন্য এককালীন আর্থিক সহযোগিতা প্রদান করেছে। সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডি শুভেচ্ছা বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সারিয়াকান্দি কৃষি মাঠ কর্মকর্তা রবিউল ফারুক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। বগুড়া ওয়াইএমসিএ এর হিসাব রক্ষন কর্মকর্তা টোনাম সরকারের তত্বাবধানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য মিঃ সূর্য হেমব্রম, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট উপাধ্যক্ষ আই এন এম মাহবুবুল ইসলাম, শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসনিক কর্মকর্তা সফিউল আলম নিটু, প্রকল্প ব্যবস্থাপক জাকির হোসেন, উজ্জল প্রামানিক সহ প্রমূখ। কৃষি পুনর্বাসন অনুষ্ঠানে তিনশত কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335