শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:১০ অপরাহ্ন

সিরাজগঞ্জে ক্রসবার বাঁধের লাঞ্চিং অ্যাপ্রোনে ধস

সিরাজগঞ্জে যমুনা নদীর ক্রসবার বাঁধ প্রতিরক্ষায় নির্মিত লাঞ্চিং অ্যাপ্রোনের প্রায় ৭০ মিটার এলাকাজুড়ে ধস দেখা দিয়েছে। বুধবার সকাল থেকে শহরের মতিসাহেবের ঘাট এলাকায় যমুনার ক্রসবার বাঁধ-৩ এর দক্ষিণ গোড়াতে এ ধস দেখা দেয়।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার জানান, সিরাজগঞ্জ শহরকে যমুনার ভাঙন থেকে রক্ষায় নদীর গতিপথ পরিবর্তনের লক্ষ্যে চারটি ক্রসবার বাঁধ নির্মাণ করা হয়। এর মধ্যে ক্রসবার-৩ বাঁধটি শহরের নিকটবর্তী। ওই বাঁধের গোড়ায় প্রটেকশনের জন্য তৈরি করা লাঞ্চিং অ্যাপ্রোনে বুধবার সকালে ধস দেখা দিয়েছে।

Badh-1

প্রায় ৭০ মিটার এলাকাজুড়ে সিসি ব্লক ও পাথর দেবে এবং ধসে যায়। এছাড়াও বাঁধের সামনের চরের কিছু অংশ ধসে গেছে। খবর পেয়ে পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, ধস ঠেকাতে জিও ব্যাগ ডাম্পিং শুরু করা হয়েছে। এতে বাঁধের উপর কোনো প্রভাব পড়বে না। এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335