শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন

বানারীপাড়ায় জনপ্রতিনিধিদের কাছ করলেন পুলিশের এএসআই জাহিদ

 

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

যে কাজ করার কথা ছিল জনপ্রতিনিধিদের সেই কাজ করলেন একজন পুলিশ অফিসার। বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রাম থেকে সাতবাড়িয়া টেকনিক্যাল স্কুল এবং কলেজের দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। রাস্তাটি ছিলো বন-জঙ্গলে ভরা। এই রাস্তাটি দিয়ে জনসাধারণের হাটার কোন উপায় ছিল ছিলনা। এ বছর শারদীয় দূর্গা পূজার সময় ওই স্থান দিয়ে কয়েকটি পূজা মন্ডপে গিয়েছিলেন পুলিশের এই অফিসার। তখনই মনে মনে ঠিক করে রেখেছিলেন গ্রামবাসীদের সাথে নিয়ে সম্পূর্ণ রাস্তাটি পরিস্কার করে ফেলবেন। মনে মনে ঠিক করা কাজটি বাস্তবে রুপ দিলেন ২১ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত নিজে কাস্তে হাতে নিয়ে। তাকে কাস্তে হাতে বন-জঙ্গল পরিস্কার করতে দেখে গ্রামবাসীরা বসে থাকেননি তারাও নেমে পড়লেন তাদের প্রতিদিন’র চলাচল করা রাস্তাটি পরিস্কার করতে। “দশে মিলে করি কাজ হেরে যেতে নাহি লাজ” জড়াজীর্ণ অবস্থায় পড়ে থাকা রাস্তাটি চলাচলের উপযোগী হয়ে উঠলো। এবিষয়ে বানারীপাড়া থানার এএসআই মো. জাহিদ হোসেনর কাছে জানতে চাইলে তিনি বলেন,ওই রাস্তাটি দিয়ে যখন দূর্গা পূজার মন্ডপে মন্ডপে যেতে ছিলাম তখন অনেক স্থানে সাপ দেখেছি। কোমলমতি শিশুরা সহ সব বয়সের মানুষেরই চলাচল রয়েছে ওই রাস্তাটি দিয়ে,তাই ঠিক করলাম রাস্তাটি পরিস্কার করা দরকার। কোন কিছুর বিনিময়ে নয়, মন থেকেই কাজটি করেছি নিজের কাছে এখন অনেক ভালো লাগছে,জনগনের সেবক হয়ে তাদের জন্য সামান্য একটা কাজ করতে পেরে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335