শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন

বানারীপাড়ায় এ কেমন নির্বাচনী প্রচারণা! বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশাল-২ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেতে হাতি নিয়ে প্রচারণার দৃশ্য জনমনে যেমন উৎসাহ’র দাগ কেটেছে তেমনি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বলেও জানা গেছে। অনেকেই অভিযোগ করে বলেন,স্কুল চলাকালীন সময়ে সড়কে হাতির পদ চারণা দেখতে বিশেষ করে প্রাথমিকের কোমলমতি শিশু শিক্ষার্থীরা হাতির পেছনে ছুটতে গিয়ে বিদ্যাপিঠে যাচ্ছেনা। এতে করে লাভের চেয়ে ক্ষতির পাল্লাই বেশি ভারি হচ্ছে। ৯ অক্টোবর বেলা ১১ টার দিকে বানারীপাড়া বন্দর বাজারের সদর রোডে হাতির পদচারণার পেছনে যেমন ছিল শিশু শিক্ষার্থীরা তেমনি অনেক পথচারীরা আতংকিতও হয়েছেন। আবার অনেকে উৎসাহ উদ্দীপনার মধ্যে হাতির পদচারণাকে উপভোগ করেছেন বেশ। তবে অনেক পথচারী,ব্যবসায়ী ও সচেতন মানুষকে বলতে শোনা গেছে,আতংক,উৎসাহ যাই হোক,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানারের উপরে বসে হাতির মাহুত লিফটেল বিতরণ করছেন, এ সময়ে ওই মাহুতের পা নেতাদের মাথার কাছাকাছি থাকছে যা কোন ভাবেই শোভনীয় নয়। সচেতন মানুষ,সুধী সমাজ ও দলীয় সমর্থকরা প্রার্থীদের এ রকম প্রচারণা থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335