বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫২ অপরাহ্ন

বানারীপাড়ায় সড়ক দূর্ঘটনায় আহত বন্ধু মধু ফকির চলে গেল না ফেরার দেশে

মো. সুজন মোল্লা,বানারীপাড়া: সড়ক দূর্ঘটনার মৃত্যুর মিছিলে নাম লেখালো বন্ধু সোহেল রানা মধু ফকির। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মতো প্রতিনিয়ত কোনোনা কোনো সড়কে ঘটেই চলছে দূর্ঘটনা। এতে কেউ হারাচ্ছেন প্রাণ আবার কেউ হচ্ছেন চীরতরে পঙ্গু। এর লাগাম টানার আইন থাকলেও বাস্তবে কতটুকুই বা তার প্রয়োগ হয়। বানারীপাড়ার সচেতন নাগরিক’রা মনে করছেন সড়ক বা মহা-সড়কে যানবাহনের চলাচলের গতি একটা সীমার মধ্যে আনা দরকার। এমনই এক সড়ক দূর্ঘটনায় দীর্ঘ ৮ দিন চীর সত্য মৃত্যুর সাথে লড়াই করে অবেশেষে পরাজয় বরণ করে না ফেরার দেশে পারি দিয়েছে বানারীপাড়া প্রেসক্লাবের একজাক সহকর্মীদের বন্ধু সোহেল রানা মধু ফকির। বানারীপাড়ায় হানিফ পরিবহন ও আলফা-মাহেন্দ্র’র সংঘর্ষে গুরুতর আহত সোহেল রানা মধু ফকির (৩৮) মারা গেছেন। গত বুধবার সকাল সাড়ে ৯টায় বানারীপাড়া-বরিশাল সড়কের চৌয়ারীপাড়া এলাকার বটতলা নামক স্থানে দূর্ঘটনায় আহত হওয়ার পর থেকে সোহেল রানা মধু ফকিরকে ঢাকায় যাত্রাবাড়ি এলাকার ডেন্টা ক্লিনিকে লাইফ সার্পোটে রাখা হয়। সোমবার রাত ২টার দিকে চিকিৎসকরা তার লাইফ সার্পোট খুলে দেন।

মঙ্গলবার সকালে তার লাশ বানারীপাড়া পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বাড়িতে নিয়ে আসলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। ওই দিন বিকালে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে এ দূর্ঘটনার পর হানিফ পরিবহনের ওই বাসটিকে আটক ও  চালক আল আমিনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।  প্রসঙ্গত বানারীপাড়া পৌর শহর থেকে যানবাহন আইন বহির্ভূত ভাবে পাগলা ঘোরার মতো প্রতিনিয়ত সড়কে চলাচল করছে আলফা-মাহেন্দ্র, নসিমন, করিমন, বটবটি.ট্রলি ও টমটম সহ অসংখ্য অবৈধ গাড়ি নামক “মৃত্যুর” যান্ত্রিকযান। এ ছাড়াও কোনো কোনো পরিবহন’র বাস বা বরিশাল-স্বরূপকাঠি ভায়া বানারীপাড়া সড়কে এবং বরিশাল টু বানারীপাড়া গেটলগ সার্ভিসের কেনো কোনো বাস লাগামহীন ভাবে চলছে। যার লাগাম টানার মতো কোনো বিশেষ ব্যাক্তিবর্গ না থাকলেও সড়কে যে কারো মৃত্যু হলে সস্তা সমবেদনা জানানোর মানুষের অভাব থাকেনা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335