শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

ভারতীকে অস্বীকার

অনলাইন ডেস্কঃ ভারতী ঘোষ প্রশাসক মাত্র। তাঁর অনুপস্থিতিতে জঙ্গলমহলের বিশেষ ক্ষতি-বৃদ্ধি হবে না, বুঝিয়ে দিলেন ঝাড়গ্রামে তৃণমূলের সভাপতি অজিত মাইতি।

শুক্রবার ঝাড়গ্রাম শহরের টাউন হলে জেলা তৃণমূলের এক বৈঠক ছিল। তারপরে সাংবাদিক বৈঠক করেন অজিতবাবু বলেন, “প্রশাসক আসেন। প্রশাসক চলে যান। মানুষকে শান্তি দেওয়ার যে লক্ষ্য নিয়ে সরকার এগোয়, সেই লক্ষ্যটা সঠিকই থাকে। এগুলি সবই একটা সরকারের নীতি নির্ধারণের উপর সিদ্ধান্ত হয়। সরকার কীভাবে তার মানুষদের রাখবেন সেটা সরকার সিদ্ধান্ত নেয়।”

ভারতী ঘোষ ছাড়া জঙ্গলমহলে সন্ত্রাসবাদ মোকাবিলা ও শাসকদলের অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে অজিতবাবুর টিপ্পনি, “রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি…।”

ভারতী ঘোষের অবর্তমানে ঝাড়গ্রামে মাওবাদী সমস্যা কী বাড়তে পারে?

অজিতবাবু বলেন, “মাওবাদীরা আর এখানে ঢুকতে পারবে না। দু’টাকা কিলো চাল, সবুজসাথীর সাইকেল, কন্যাশ্রীর ভাতা, একশো দিনের প্রকল্পের রাস্তা, বিনা খরচে অত্যাধুনিক চিকিৎসা, পড়াশোনার সুযোগ পেয়ে মানুষ আর কোনও বাদীকেই গ্রহণ করবে না। মানুষ তৃণমূলের সঙ্গে থাকবেন।”

ভারতী ঘোষ তৃণমূলের বিরুদ্ধে যদি ভোটে দাঁড়ান?

এ প্রসঙ্গে অজিতবাবুর সাফ জবাব, “কাউকে দিয়ে তৃণমূলের গতি রোখা যাবে না। কারণ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপর দাঁড়িয়ে আছে।”

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335