শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন

সাফারি পার্কে সংঘর্ষ, গোলাগুলিতে আহত ৬

শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে দর্শনার্থীদের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্কের রেঞ্জ কর্মকর্তাদের ফাঁকা গুলিতে এক জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ছয় জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেলে পার্কের মধ্যে ঘোরাঘুরির সময় দুইপক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- শ্রীপুর তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের আব্দুর রশীদের ছেলে জসীম উদ্দিন (৩৫), তার চাচাতো ভাই দিলশাদ (২২), ভাগ্নে তুষার (২০) ও অপরপক্ষের তিন জন। এদের মধ্যে গুলিতে জসীমের পায়ের দুটি আঙ্গুল কেটে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার তেজগাঁও থেকে ১২ জন দর্শনার্থী শুক্রবার সাফারি পার্কে ঘুরতে আসেন। এদিন শ্রীপুরের মাওনা মুলাইদ থেকে থেকে একই পরিবারের তিন যুবকও সেখানে বেড়াতে যান। বিকেল ৩টার দিকে পার্কের মধ্যে ঘোরাঘুরির সময় দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তারা ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এতে জসীম নামে একজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের ছয় জন আহত হয়েছেন।
সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা শিব প্রসাদ জানান, পরিস্থিতি সামাল দিতে তিন রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335