বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন

কম্পিউটার ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তুরস্কের রাষ্ট্রদূত জেমাল জেইলান

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার বিকেল ৪টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার জয়রামপুর উচ্চ বিদ্যালয়ের তুর্কী কো-অপারেশন এন্ড কো-অডিনেশন এজেন্সীর অর্থায়ের মেহমেত আকিফ এরসয় নবনির্মিত সায়েন্স ল্যাব ও কম্পিউটার ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন, তুরস্কের রাষ্ট্রদূত জেমাল জেইলান।

তুরস্কের ৮ সদস্য প্রতিনিধি দল জয়রামপুর উচ্চ বিদ্যালয়ে পৌছিলে, এ সময় বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী ও অভিভাবকরা রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান। পরে তুরস্ক সরকারের সোসাইটি এইড প্রোগ্রাম এর সহয়াতায় ও তুর্কীশ কো-অপরাশেন এন্ড কো-অডিনেশন এজন্সীর (টিকা)‘র অর্থায়নে ৪২ লাখ টাকা ব্যয়ে নিমির্ত বিদ্যালয়ের সাইন্সে ল্যাব ও কম্পিটউটার ভবনের শান্তির পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও পরিদর্শন করেন।
উদ্বোধন শেষে অত্র বিদ্যালয়ে সাবেক উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, ডিপুটি কো-অডিনেটর হালিল ওরতারোস্তম, ডিপুটি এটাচি এডাল চেলিক, সোসাইটি ফর এইড প্রোগ্রাম (এসএপি‘র) প্রেসিডেন্ট ফিরোজ কবিরসহ ৮ সদস্য প্রতিনিধিদল, সাবেক জাতীয় সংসদ সদস্য এ্যাড, আব্দুল লতিফ, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোখছানা বেগম, জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন, ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা অনুকুল বর্ম্মন, প্রাক্তন মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335