শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন

রহস্যময় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : নিজেদের স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে একটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন করার দাবি করেছে উত্তর কোরিয়া। তবে কি ধরনের পরীক্ষা চালানো হয়েছে তার বিস্তারিত কিছু জানায়নি।

রবিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার কৌশলগত মর্যাদা আরও বাড়াতে এই পরীক্ষার ফলাফল ব্যবহার করা হবে।

বিবিসির খবরে বলা হয়, এটি স্যাটেলাইট লঞ্চারকে শক্তিশালী করার জন্য কোনো ইঞ্জিনের ভূমিভিত্তিক পরীক্ষা অথবা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা হতে পারে বলে বিশ্বাস বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের আলোচনা বন্ধ করে দেয়ার ঘোষণার পরই এ পরীক্ষার কথা জানালো উত্তর কোরিয়া।

এর আগে, শনিবার এক বিবৃতিতে জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত কিম সং জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসার দরকার নেই উত্তর কোরিয়ার।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335