শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন

গাবতলীতে বগুড়া জেলা প্রশাসক-অর্থনীতি উন্নয়নে নারীরা অবদান রাখছে

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেছেন, নারীদের ভাগ্যোন্নয়নে বর্তমান আওয়ামী লীগ সরকার নানামূখী কাজ করে যাচ্ছেন। সেইসাথে নারীরাও দেশের অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, সরকারের পাশাপাশি আশিয়াব প্রকল্পটি যেভাবে নারী উদ্যোক্তা তৈরি করছে তা অবশ্যই প্রশংসার দাবীদার। তাদের মত অন্যান্য সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। তাহলেই দেশ আরও এগিয়ে যাবে। মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা চত্ত¡রে এমএমডাব্লিউডাব্লিউ প্রকল্প, আশিয়াব কর্তৃক বাস্তবায়িত এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এবং নেদারল্যান্ড অর্থায়নে মেকিং মার্কেট ওয়ার্ক ফর উইমেন এর উদ্যোগে উপজেলার ৭টি ইউনিয়নের নারী উদ্যোক্তাদের নিয়ে দুইদিনব্যাপী নারী উদ্যোক্তা পণ্য মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনের সভাপতিত্বে এবং এমএমডাব্লিউডাব্লিউ প্রকল্পের টিডিইও আকবর আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান এবং ভ‚মি কর্মকর্তা সালমা আক্তার। আরও বক্তব্য রাখেন এ্যাকশন এইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার খাইরুজ্জামান এবং মনিটরিং ও ইভালুয়েশন টিম সাইদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার খাজা নাজিম উদ্দিন, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রোগাম অফিসার আব্দুস সামাদ, ইকবাল হোসেন, বায়েজিদ, শিরিন, ফাহিমা, রাজিয়া, আছিয়া, রুমি, সাবিনা, রুমা, বেবীসহ প্রকল্পের জেলা-উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ নারী উদ্যোক্তাদের মাঝে ক্রেষ্ট বিতরণ করেন। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335