বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১০:৪০ অপরাহ্ন

শিবগঞ্জে ২১ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ হচ্ছে

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ করা হচ্ছে। পৌরসভার উদ্যোগে প্রায় ২১ লাখ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। গত ১১ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলমগীর কবীর বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণকাজের উদ্বোধন করেন।আগামী বছরের ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ঘোষণা দিয়েছেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। স্বাধীনতা লাভের ৪৮ বছর পর এই প্রথম শিবগঞ্জে বঙ্গবন্ধুর নামে কোনো স্থাপনার নামকরণ হতে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাধীনতা লাভের আগে ১৯৭০ সালে শিবগঞ্জ থেকে আওয়ামী লীগের প্রাদেশিক সদস্য নির্বাচিত হন। স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালে প্রথম বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নৌকা প্রতীকে এমপি নির্বাচিত হয়। এরপর থেকে এই উপজেলায় আর কখনও নৌকা প্রতীক নিয়ে কেউ বিজয়ী হতে পারেনি। অবশেষে সেই ‘খরা’ কাটিয়ে ৪৩ বছর পর ২০১৫ সালে শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে তৌহিদুর রহমান মানিক নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন। মেয়র নির্বাচিত হবার পর তিনি সিদ্ধান্ত নেন, উপজেলা সদরের প্রাণকেন্দ্র থানা গেটের সামনের পরিত্যক্ত গোল চত্বরের জায়গাটিতে বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ করবেন। আধুনিক নকশায় নির্মিত বঙ্গবন্ধু স্কয়ারটি হবে দৃষ্টিনন্দন। সেখানে সবাই সভা-সমাবেশ করতে পারবে। রাতে বঙ্গবন্ধু স্কয়ারটি আলোয় আলোকিত হবে। যা শিশু-কিশোরদের অনুপ্রাণিত করবে। বঙ্গবন্ধু স্কয়ারের নকশা করেছেন স্থপতি আরিফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335