বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

সম্প্রচারে আসছে আরো ১১ টিভি চ্যানেল

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বর্তমানে দেশে পূর্ণ সম্প্রচারে আছে ৩০টি টিভি চ্যানেল। এর সঙ্গে যোগ হবে আরো ১১টি টিভি। এখনো সম্প্রচারের অপেক্ষায় আছে নতুন ওই ১১টি টিভি চ্যানেল। এদের মধ্যে তিনটি এখনো ফ্রিকোয়েন্সি পায়নি। সোমবার জাতীয় সংসদে সাংসদ আহসানুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান।

অপেক্ষায় থাকা টিভি চ্যানেলগুলো হলো- ধানাদ ইসলাম দীপ্তর তিতাস, আবদুল্লাহ আল মামুনের চ্যানেল-২১, নুর মোহাম্মদের উৎসব, মোহাম্মদ সাইফুল আলমের রংধনু, তানভির আবিরের খেলা টিভি, জিনাত চৌধুরীর আমার টিভি, মামুনুর রশীদ কিরণের গ্লোবাল টিভি, মুহম্মদ শফিকুর রহমানের সিটিজেন টিভি, তানজিয়া সিরাজের প্রাইম টিভি, শীলা ইসলামের স্পাইস টিভি ও আবুল বাশার মোহাম্মদ রকিবুল বাসেতের টিভি টুডে।

প্রশ্নোত্তরের আগে বিকেল সোয়া ৪টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335