বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৩:০২ পূর্বাহ্ন

পাখি পালন বিষয়ে ইসলাম যা বলে

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : পাখি পালনে ইসলামী শরিয়তে কোনো বাধা নেই। তবে অবশ্যই পাখির আহার প্রদানসহ যথাযথ যত্ন নিতে হবে। হাদিসে এসেছে, আনাস (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) সবচেয়ে অধিক সদাচারী ছিলেন। আমার এক ভাই ছিল—তাকে আবু ‘উমায়ের’ বলে ডাকা হতো। আমার ধারণা যে সে তখন মায়ের দুধ খেত না। যখনই সে তাঁর কাছে আসত, তিনি বলতেন, হে আবু উমায়ের! কী করছে তোমার নুগায়র? সে নুগায়র পাখিটা নিয়ে খেলত। আর প্রায়ই যখন সালাতের সময় হতো, আর তিনি আমাদের ঘরে থাকতেন, তখন তাঁর নিচে যে বিছানা থাকত, একটু পানি ছিটিয়ে ঝেড়ে দেওয়ার জন্য আমাদের আদেশ করতেন। তারপর তিনি সালাতের জন্য দাঁড়াতেন এবং আমরাও তাঁর পেছনে দাঁড়াতাম। আর তিনি আমাদের নিয়ে সালাত আদায় করতেন। (বুখারি, হাদিস : ৬১২৯, মুসলিম, হাদিস : ২১৫০)

আর যথাযথভাবে খাদ্য প্রদান ও যত্ন না নিতে পারলে জায়েজ হবে না। হাদিসে এসেছে, ইবনে ওমর (রা.)  থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘এক নারীকে একটি বিড়ালের জন্য শাস্তি দেওয়া হয়েছে। সে তাকে বেঁধে রেখেছিল এবং অবশেষে সে মারা গিয়েছিল, পরিণতিতে নারী তারই কারণে জাহান্নামে প্রবেশ করল। সে যখন তাকে বেঁধে রেখেছিল, তখন তাকে আহার ও পানি দিত না এবং তাকে ছেড়েও দিত না যে সে কীটপতঙ্গ ধরে খাবে।’ (বুখারি, হাদিস : ২৩৬৫, ৩৩১৮, ৩৪৮২, মুসলিম, হাদিস : ২২৪২, দারেমি, হাদিস : ২৮১৪)

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335