মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:০৪ অপরাহ্ন

ব্যাংকে ১০ হাজার টাকা পর্যন্ত সার্ভিস চার্জ ফ্রি

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : ব্যাংকগুলোতে সঞ্চয় অ্যাকাউন্টের সার্ভিস চার্জ কমানো হয়েছে। আর পাঁচ হাজার টাকার পরিবর্তে এখন থেকে ১০ হাজার টাকা পর্যন্ত জমায় সার্ভিস চার্জ লাগবে না। ২৫ হাজার টাকা পর্যন্ত প্রতি ছয়মাসে সার্ভিস চার্জ ১০০ টাকা আর ২ লাখ টাকা জমায় ৫০০ টাকার পরিবর্তে করা হয়েছে ২০০ টাকা। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত সাকুর্লার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সাকুর্লারে বলা হয়েছে, ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি ও ক্ষুদ্র সঞ্চয়কারীদের ব্যাংকমুখী করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে ৫ হাজার টাকা পর্যন্ত অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি ফ্রি ছিল এখন ১০ হাজার টাকা পর্যন্ত ফ্রি। আর ২৫ হাজার টাকা পর্যন্ত ছয়মাসে ১০০ টাকা। ২৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত অ্যাকাউন্টে জমা থাকলে সার্ভিস দিতে হবে প্রতি ছয়মাসে ২০০ টাকা, ২ লাখ টাকা  থেকে ১০ টাকা পর্যন্ত জমা থাকলে ২৫০ টাকা এবং এর বেশি জমা থাকলে প্রতি ছয় মাসে দিতে হবে ৩০০ টাকা। আর চলতি হিসাবে এই সার্ভিস চার্জ ৫০০ টাকা থেকে কমিয়ে প্রতি ছয়মাসে ৩০০ টাকা করা হয়েছে। অর্থাৎ বছরে দুবার করে এই সার্ভিস চার্জ কাটবে ব্যাংকগুলো।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335