শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

বগুড়ায় ৩দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : উৎপাদনশীলতা উন্নয়ন কৌশল প্রয়োগের মাধ্যমে পরিবহন সেক্টরে সেবার মান উন্নয়ন, মুনাফা বৃদ্ধি ও অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি’র লক্ষ্যে বগুড়ায় ৩ দিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  রবিবার সকালে শহরের ষ্টেশন রোড বিআরটিসি প্রশিক্ষন কেন্দ্রে’র আয়োজনে এবং ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এমপিও) ঢাকা শিল্প মন্ত্রনালয় এর পরিচালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বগুড়া বিআরটিসি ম্যানেজার অপারেশন ওমর ফারুক মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মোঃ সামছুদ্দিন শেখ হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রনালয়ের গবেষনা কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম, নাহিদা সুলতানা রতœা। এসময় আরো উপস্থিত ছিলেন কোর্স সমন্বয়কারী মোঃ নজরুল ইসলাম, বগুড়া বিআরটিসি শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ) এর সভাপতি মোঃ হামিদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আজম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335