শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৪৬ অপরাহ্ন

কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষে বগুড়ায় ট্যারিফ কমিশনের মতবিনিময় সভা

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষে বগুড়া সার্কিট হাউজের সভাকক্ষে বাংলাদেশ ট্যারিফ কমিশনের মত বিনিময় সভা মঙ্গলবার বিকেলে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য শাহ মোঃ আবু রায়হান আলবেরুনী।

সভায় বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক সাহাদুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, জেলা বাজার কর্মকর্তা তারিকুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক দেবাশীষ রায়, বাংলাদেশ ট্যারিফ কমিশনের গবেষণা কর্মকর্তা লোকমান হোসেন, শরিফুল হক, বগুড়া চেম্বার অব কমার্স’র সহ সভাপতি মাফুজুল ইসলাম রাজ, রাজাবাজার ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ, কৃষক সুমন, ফারুক, আবু হাসান, আপেল। সভায় বগুড়ার বিভিন্ন অঞ্চলে কৃষি উৎপাদিত বিভিন্ন পণ্য আলু, ধান, পাঠ গম, বেগুন, পেয়াজ, আদা, রসুন শাক সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষে মতবিনিময় করা হয়। প্রধান অতিথি বাংলাদেশ ট্যারিফ কমিশনের সদস্য শাহ মোঃ আবু রায়হান আলবেরুনী বলেন, বগুড়ার কৃষিপণ্যের উৎপাদনের জন্য অন্যতম অঞ্চলগুলোর একটি। এখানে কৃষিপণ্যের উৎপাদন অনেক ভাল হয়, যাতে এখানে আরও বেশি গবেষণার মাধ্যমে কৃষকরা যেন তাদের উৎপাদনের মাত্রা বৃদ্ধি করতে পাওে এবং এলাকার যোগান মিটিয়ে দেশের যেখানে উৎপাদন কম হয় সেখানকার চাহিদা মিটাতে সক্ষম হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335