বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

পাকিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্প

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ওই অঞ্চল। কয়েকদিন আগেই পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরে ভূমিকম্পে ৪০ জনের মৃত্যু হয়েছিল।

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় এর উৎসস্থল। ভূপৃষ্ঠের একশ ৫৭ কিলোমিটার গভীরে এই কম্পনের সূত্রপাত।

পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) মুখপাত্র তাইমুর আলি জানিয়েছেন, পেশোয়ার, মালাকান্দ, মর্দান, চারসাড্ডা ও হাজারা এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গত মাসের ২৬ তারিখে ভূমিকম্প ভয়ঙ্কর চেহারা নেয় পাকিস্তানে। সেবারও কম্পনের মাত্রা ছিলো পাঁচ দশমিক আট। মারা যান ৪০ জন। ভয়ঙ্কর এই ভূমিকম্পের পর পাকিস্তানের বেশ কিছুটা অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ঘটনার পর পাকিস্তানের বিভিন্ন জায়গার মানুষ সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায় রাস্তায় রাস্তায় বড় বড় ফাটল। কোথাও কোথাও সেই ফাটলের ভিতর ঢুকে গিয়েছে ছোট-বড় গাড়ি।

সূত্র: খালিজ টাইমস।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335