শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় টহল জোরদার

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় টহল জোরদার করতে ছোট ছোট নৌযানের সঙ্গে বড় নৌযানও যুক্ত করা হয়েছে। এই নিয়ে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল প্রধান পুলিশ সুপার জামশের আলীর নেতৃত্বে ৫ ঘণ্টাব্যাপী অভিযান চলে।

এ সময় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে বেশ কয়েকটি মাছ ধরার নৌকা, জাল ও বিপুল পরিমাণ ইলিশ জব্দ করা হয়। অভিযানে একটি বড় নৌযান ছাড়াও বেশ কয়েকটি স্পিডবোট অংশ নেয়।

নৌ পুলিশ সুপার জানান, মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে। এ সময় তার সঙ্গে ছিলেন, সহকারী পুলিশ সুপার মো. ইসমাইল মিয়া, নৌ পুলিশ চাঁদপুর থানার ওসি আবু তাহের খান, হরিণাঘাট ফাঁড়ির পুলিশ পরিদর্শক হাসনাত জামান প্রমুখ।

এদিকে, চাঁদপুর মতলব উত্তর ও হাইমচর উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে আটক ১৪ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন, ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযানে ১০০ কেজি ইলিশ এবং এক লাখ মিটার জাল জব্দ করা হয়।

অন্যদিকে, গতকাল শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর রাত পর্যন্ত নৌ পুলিশের প্রধান, ডিআইজি আতিকুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযান চলবে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335