শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

রেল সেবা বিশ্বমানের করতে কাজ করছে সরকার : রেলমন্ত্রী

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, মানুষের রুচির পরির্বতন হচ্ছে। তাই রেল সেবা বিশ্বমানে উন্নিত করতে কাজ করছে সরকার। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন।

আজ শুক্রবার সকালে গাজীপুরের জয়দেবপুর রেল জংশনে পরিছন্নতা কার্যক্রম উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে ৪৬৫টির মতো রেলস্টেশন রয়েছে। এ বিপুল সংখ্যক রেলস্টেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সরকারের একার পক্ষে করা সম্ভব নয়। এজন্য সকলকে এগিয়ে আসতে হবে। বিডি ক্লিন এই পরিচ্ছন্নতা কাজের উদ্যোগ গ্রহণ করেছে বলে তাদের ধন্যবাদ জানাই।

এ সময় মন্ত্রীর সাথে রেলওয়ের মহাপরিচালক শামসুজ্জামান খান, অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অপারেশন মিয়া জাহান, রেলওয়ের জেনারেল ম্যানেজার (পূর্ব) নাসির উদ্দিন, রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার মুরাদ হোসেন, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সালাউদ্দিন আহমেদ, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, রেলওয়ে পুলিশ সুপার মহিউল ইসলাম, জয়দেবপুর স্টেশনের স্টেশন মাস্টার মো. শাহজাহানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী বিডি ক্লিন কর্তিক আয়োজিত ৯০ দিনের পরিছন্নতা কার্যক্রমের সূচনা করেন এবং বিডি ক্লিনকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335