শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০১:১১ অপরাহ্ন

বীরমুক্তিযোদ্ধা এ্যাড মো: আব্দুর রাজ্জাকের মৃত্যুতে ছাত্র ইউনিয়নের শোক

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : বীরমুক্তিযোদ্ধা এ্যাড মো: আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সাংসদ শোক প্রকাশ করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় ঢাকার ইসলামী সোশ্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জননেতা এ্যাড আব্দুর রাজ্জাক অদ্যই  মৃত্যুকালে বয়স ছিল ৭৩বছর। বিগত ১বছরের বেশি সময় অসুস্থ অবস্থায় ছিলেন, স্টোক করে বগুড়া মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলেন, ২দিন আগে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। তার মৃত্যুতে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদ মর্মাহত।
তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের সাবেক সাধারণ সম্পাদক, কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মন্ডলীর সদস্য, বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি, বগুড়া এ্যাডভোকেট বার সমিতির সাবেক সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক আইনজীবীর কেন্দ্রীয় নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, মহান মুক্তিযুদ্ধের সময় ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী বৃহত্তর বগুড়া(বগুড়া-জয়পুরহাট) অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১৯৪৬সালে ২৩জুন বগুড়া শহরের ফাপোর ইউনিয়নের ছোট বেলাইল মাতা হাজেরা খাতুনের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন সদ্য প্রয়াত আব্দুর রাজ্জাক। পিতা আলাউদ্দিন প্রামানিক।  বর্তমানে বগুড়া পৌরসভার ১৬নং ওয়ার্ডে স্নিগ্ধা আবাসিক এলাকায় নাহার ম্যানশনে মৃত্যুর আগে পর্যন্ত ছিলেন।
১৯৬২ শিক্ষা আন্দোলনের মধ্যদিয়ে ছাত্র রাজনীতিতে প্রবেশ করে।  ১৯৬৭-১৯৭১সালের ৪মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।  ১৯৭১সালে মহান মুক্তিযুদ্ধের  সময় কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সংগঠক ছিলেন, ১৯৭৩সালে কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির ২য় সম্মেলনে জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হন, ১৯৮০সালে কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক হন, ১৯৯৩ সাল থেকে ২০০৯সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি ছিলেন। ১৯৯৮ সালে বগুড়া এ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬৭, ১৯৬৯, ১৯৮০,১৯৮৫ সালে বিভিন্ন মেয়াদে রাজনৈতিক কারণে কারাবরণ করেছিলেন এবং পাকিস্তানী আমলে অনেক বার আত্মগোপনে ছিলেন। মহান মুক্তিযুদ্ধের উপর ২০১৭ সালে “মহান মুক্তিযুদ্ধে বগুড়াঃ কিছু কথা”  নামে একটি বই রচয়িতা করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335