মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৬:২২ অপরাহ্ন

ভুটানকে হারিয়ে মুকুট ফিরে পাওয়ার মিশন শুরু বাংলাদেশের মেয়েদের

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জিতেছে বাংলাদেশ। বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় আজ বুধবার চাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানকে হারায় বাংলাদেশের মেয়েরা।

খেলতে নেমে শুরু থেকে গোছালো ফুটবল খেলা বাংলাদেশ এগিয়ে যায় ২০তম মিনিটে। লক্ষ্যভেদ করা শাহেদা আক্তারের শটে প্রথমে কেঁপে উঠে ভুটান শিবির। পরে ৩১তম মিনিটে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা রোজিনা আক্তার প্লেসিং শটে জাল খুঁজে নেন।

এর আগে ২০১৭ সালে প্রথম আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। কিন্তু ২০১৮ সালের দ্বিতীয় আসরে সেই মুকুট ধরে রাখতে পারেনি মেয়েরা। সেবছর ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছিল। তাই এবার সমর্থকদের প্রশ্ন, এবার কি পারবে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের মুকুট ফিরিয়ে আনতে? এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335