শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

সাতক্ষীরায় ৮ সোনার বারসহ একজন আটক

জিটিবি নিউজ টুয়েন্টিফোর : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে ৮ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক সোনার মূল ৪০ লাখ ৮০ হাজার টাকা বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্বর্ণ ভারতে পাচারকালে সে ব্যক্তিকে আটক করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তির নাম মো. আলম (২২)। তিনি সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষিদাড়ি গ্রামের মৃত রজব আলী শেখের ছেলে।

৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চোরাকারবারী আলমকে আটক করা হয়। এরপর তার দেহে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335