শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন

বিরোধী দলের নেতার আসনে রওশন এরশাদকে।

জিটিবি নিউজডেস্কঃ ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয় রবিবার বিকেলে ৫টায়। সভার শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার। পরে চলতি একদশ সংসদের এমপি, বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। 

এ সময় সংসদ নেতার আসনে উপবিষ্ট ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদে বিরোধী দলের নেতার আসনে বসতে দেখা যায় রওশন এরশাদকে। তারপাশেই বসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ। 

সংসদে জাতীয় পার্টির সকল সদস্য উপস্থিত ছিলেন। তবে বিরোধী দলীয়নেতা হিসেবে প্রজ্ঞাপন জারি না হওয়ায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর শোক প্রস্তাবের ওপর আলোচনার অংশ নিতে তার নাম ঘোষণার সময় বিরোধী দলীয় নেতা হিসেবে তার নাম ঘোষণা না করে সংসদীয় এলাকার নাম উল্লেখ করেন

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335