শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

আজ থেকে গ্যাসের দাম কমছে ভারতে

জুলাইয়ের শুরুতেই সুসংবাদ দিল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। তারা বলছে, আজ সোমবার থেকে রান্নার গ্যাসের দাম কমছে সিলিন্ডার প্রতি ১০০.৫০ টাকা। এর ফলে ভর্তুকি ছাড়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৭৩৭.৫০ টাকা থেকে কমে দাঁড়াবে ৬৩৭ টাকা।

রোববার (৩০ জুন) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।

রাষ্ট্র পরিচালিত কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে তরল এলপিজির বাজারমূল্য এবং টাকা ও ডলারের রূপান্তরের দর কমায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গৃহস্থালির কাজে ব্যবহার করা এলপিজির দামে ভর্তুকি দেয় সরকার। ফলে সেই গ্যাসের দাম কমে হবে ৪৯৪.৩৫ টাকা। বাকি ১৪২.৬৫ টাকা ভর্তুকি হিসেবে দেয়া হবে এবং সেই টাকা ভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা হবে।

১ জুন থেকে ৩.৬৫ হারে বৃদ্ধি পায় এলপিজির দাম। তার ঠিক এক মাস পরই এল এলপিজির দাম কমার ঘোষণা।

আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলিন্ডার প্রতি ২৫ শতাংশ হারে দাম বাড়ানোর ঘোষণা দেয় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন। এলপিজির দাম বাড়ার ঘটনাকে ইস্যু করে চাঙা হয়ে ওঠে বিরোধীরা। এমনকি রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভের হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বছরে ১৪.২ কেজির ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয় ভারত সরকার। এর অতিরিক্ত হলে বাজারদর অনুযায়ী সিলিন্ডার কিনতে হয় ভোক্তাকে। বিদেশি মুদ্রা বিনিময় এবং বাজার অনুযায়ী, ভর্তুকির পরিমাণ ওঠানামা করে

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335