শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

ক্ষমতা আমার কাছে ভোগের বস্তু নয়: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: ‘আমি মনে করি, ক্ষমতা আমার কাছে ভোগের বস্তু নয়। ক্ষমতা হচ্ছে মানুষের সেবা করার একটা সুযোগ। আর সেই কথা চিন্তা করেই দেশের জন্য কাজ করে যাচ্ছি।’ এভাবেই কথা গুলো বলছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৫ মে) গণভবনে পবিত্র রমজান উপলক্ষে রাজনীতিকদের সম্মানে ইফতার মাহফিলের শুরুতে তিনি একথা বলেন।

জনগণ ভোট দিয়ে সরকার গঠন করে দেশবাসীর সেবা করার সুযোগ প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য স্বাধীনতার সুফল বাংলাদেশেরর প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছানো। প্রতিটি মানুষ যেন উন্নত জীবন পায়। আজকে শতকরা ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। মানুষের জীবন মান উন্নত হচ্ছে। দারিদ্রের হার ২০০৯ সালে পেয়েছিলাম ৪১ ভাগ। আজকে আমরা তা ২১ ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ, এই বাংলাদেশে হত দরিদ্র বলে কিছু থাকবে না। দারিদ্রের হার আরও কমিয়ে ২০২০ সালে বঙ্গবন্ধুুর জন্মশতবার্ষিকী ও ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করব।’

শেখ হাসিনা বলেন, ‘২০২০ থেকে ২০২১ আমরা মুজিববর্ষ ঘোষণা দিয়েছি। ইনশাল্লাহ, বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত করব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ায় উন্নত সমৃদ্ধ দেশ। ২০৭১ সালে স্বাধীনতার শতবার্ষিকী উদযাপন করব। আমি জানি, তখন আমরা বেঁচে থাকব না। কিন্তু আমাদের আগামী প্রজন্ম তারা বেঁচে থাকবে। তারা একটি দেশ পাবে, যে দেশটি হবে উন্নত সমৃদ্ধ একটি দেশ।’

দেশবাসী ও নেতাকর্মীদের আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আগামী ঈদ আপনারা ভালোভাবে উদযাপন করবেন। আমি দুঃখিত। এই ঈদে দেশে থাকতে পারব না। আমার জাপান সফর আছে। সেখান থেকে সৌদি আরব যাব। সেখান থেকে ফেরার পথে আমি আমার একটা নাতনি হয়েছে, শেখ রেহানার মেয়ের মেয়ে (টিউলিপ সিদ্দিক) হয়েছে। তাকে একটু দেখত যাব। এখন পর্যন্ত তাকে দেখিনি। সে জন্য হয়ত এবার দেশে থাকতে পারছি না।’

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335