শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন

৫০ লাখ টাকার স্বর্ণসহ গ্রেফতার মিজানুর রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৩২ গ্রাম স্বর্ণ জব্দসহ গ্রেফতার যাত্রী মিজানুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় বিমানবন্দর থানায় করা বিশেষ ক্ষমতা আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার বেলা ১১টায় গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় মিজানুর রহমানকে স্বর্ণসহ আটক করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. শহীদুল ইসলাম জানান, ওমানের মাসকাট থেকে বাংলাদেশ বিমানে (ফ্লাইট নম্বর বিজি-২২২) আসা যাত্রী মিজানুর রহমান আইন বহির্ভূতভাবে ৮টি স্বর্ণবার (৯৩২ গ্রাম) এবং ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার বহন করছিলেন।

তিনি বলেন, শুল্ক গোয়েন্দার কাছে আগে থেকে এ সংক্রান্ত তথ্য ছিল। পরে ওই তথ্যের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে মিজানুরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরবর্তীতে তার ব্যাগ বহনকৃত ট্রলির নিচে বিশেষ কায়দায় চুম্বকের মাধ্যমে লুকায়িত ৮টি স্বর্ণবার বের করা হয়। স্বর্ণবারগুলোর আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335