শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:০৪ পূর্বাহ্ন

সাবেক হুইপ শহিদুল হক জামাল’র বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

 

মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে

জাতীয় সংসদের সাবেক হুইপ ও বিএনপির সংস্কারপন্থী নেতা সৈয়দ শহিদুল হক জামালকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। দুঃস্থদের জন্য বরাদ্ধকৃত সাড়ে ৩শ’ মেট্রিক টন ত্রানের চাল তাদেরকে না দিয়ে সম্পূর্ণ আত্মসাৎ করা হয়। এ অভিযোগে করা পৃথক ২০ মামলায় সাবেক হুইপ জামালকে গ্রেপ্তারের নির্দেশ দেন আদালত। ২১ অক্টোবর রোববার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম এবং ২য় আদালতে পৃথকভাবে ওই ২০ মামলার অভিযোগ গঠন করা হয়। এ সময় সৈয়দ শহিদুল হক জামাল আদালতে উপস্থিত না থাকায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারক মো. মিজানুর রহমান। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চসহকারি শেখ মিজানুর রহমান জানান,২০০৬-৭ অর্থ বছরে ঈদের আগে দুঃস্থদের নামে সাড়ে ৩শ’ মেট্রিক টন ত্রানের চাল বরাদ্ধ করা হয়। জানা গেছে ওই রবাদ্ধকৃত চাল দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়নি। এ ঘটনায় ২০০৯ সালের ২৫ জুন দুদকের সহকারী পরিচালক আব্দুর রহিম জোয়াদ্দার বাদী হয়ে প্রকল্প কমিটির সভাপতি ১জন ইউপি চেয়ারম্যান ও ১৯ জন সদস্যের বিরুদ্ধে বানারীপাড়া থানায় পৃথক ২০টি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১২ সালের ১ আগস্ট তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০টি মামলায় এজাহারনামীয়দের সহ শহিদুল হক জামালকে অভিযুক্ত করেন। সৈয়দ শহিদুল হক জামাল বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের লবনসাড়া গ্রামের মৃত বজলুল হকের ছেলে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335