শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে ষষ্টি পুজার মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা মহোৎসব শুরু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা শুরুর হওয়ার পূর্ব মূহুর্তে প্রতিমায় মাটির কাজ ও রঙ্গের প্রলেপের কাজ শেষ।সোমবার ষষ্টি পুজার মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের এ মহোৎসব শুরু হয়ে ১৯ অক্টোম্বর শুক্রবার বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব।

রবিবার সরেজমিনে ঘুরে প্রতিমা শিল্পীদের ব্যস্ততার চিত্র দেখা গেছে। তাদের নিপুন আঁচড়ে তৈরী পর অপেক্ষা পুজা উদযাপনের পালা।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পুজাঁ উদযাপন কমিটি জানিয়েছেন, ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা মিলে উপজেলায় এবার ১২৩ টি পুজাঁ মন্ডপে পুজাঁর্চনার আয়োজন করা হয়েছে। এর মধ্যে পৌরসভায় ১৫ টি, কামদিয়া-৯ টি, কাটাবাড়ী-৫ টি, শাখাহার-৫ টি, রাজাহার-৩ টি, সাপমারা-৮ টি, গুমানীগঞ্জ-৩ টি, দরবস্ত-১০ টি, তালুককানুপুর-৯ টি, নাকাই-৭ টি, হরিরামপুর-১৫ টি, রাখালবুরুজ-৬ টি, ফুলবাড়ী-৪ টি, কামারদহ-৪ টি, কোচাশহর-৪ টি, শিবপুর-৫ টি, মহিমাগঞ্জ-১০ টি ও শালমারা ইউনিয়নে-১ টি পুজাঁ মন্ডপে দুর্গোৎসব অনুষ্টিত হবে। উৎসাহ উদ্দীপনা ও সৌহার্দপূর্ণ পরিবেশে এইসব পুজাঁ মন্ডপে পুজাঁর্চনা উৎযাপনের লক্ষে সরকারী ভাবে আর্থিক সহয়াতা সহ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335