শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৪০ অপরাহ্ন

পদ্মায় ধরা পড়ল স্মরণকালের সবচেয়ে বড় পাঙাশ মাছ! ওজন কত জানেন?

এক্সক্লুসিভ ডেস্ক: পদ্মায় ধরা পড়ল স্মরণকালের সবচেয়ে বড় পাঙাশ মাছ!  সচারচর সাধারনত এমন বড় পাঙাশ মাছ বাজারে দেখা যায় না। এবার ফরিদপুরে জেলের চালে আটকা পড়ল বিশাল বড় একটি পাঙাশ মাছ। জানা গেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ২৫ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে।রোববার ভোরে উপজেলার দৌলতদিয়া এলাকায় স্থানীয় জেলে সাইদ শেখের জালে মাছটি ধরা পড়ে।

এদিন সকালে সেখানকার মৎস্য ব্যবসায়ী চান্দু শেখ ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৩১ হাজার ২৫০ টাকায় দৌলতদিয়া ফেরিঘাট থেকে মাছটি কিনে নেন। পরে তার কাছ থেকে দেড় হাজার টাকা বেশি দিয়ে মাছটি কিনে নেন ঢাকায় বসবাসরত ফরিদপুরের একজন ব্যবসায়ী।

২৫ কেজি ওজনের মাছটি দেখতে দৌলতদিয়া ফেরিঘাটে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা।মাছটি খরিদ করে লোকটি বলেন আমি খুব আনন্দিত মাছটি কিনতে পেরেছি । এত বড় মাছ সাধারনত পাওয়া যায় না।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335