বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০২:১৯ অপরাহ্ন

এবার সরকারের দৃষ্টি মাদ্রাসার দিকে

জিটিবি নিউজ : দেশের শিক্ষা খাতে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। পরপর দুই মেয়াদে ক্ষমতায় থাকায় এ উন্নয়ন অনেক বেগবান হয়েছে। প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নানামুখী উন্নয়ন এবং বরাদ্দের কারণে প্রশংসিত হয়েছে বর্তমান সরকার। তারই ধারাবাহিকতায় সরকার এবার নজর দিয়েছে মাদরাসা শিক্ষার সার্বিক উন্নয়নে। জানা যায়, প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত, উচ্চ শিক্ষার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ ও মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন, এসব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন সময় একাধিক প্রকল্প বরাদ্দ করেছে সরকার। দেশের সাধারণ শিক্ষার দিকে তুলনামূলকভাবে সরকারের বেশি নজর থাকলেও এবার চাইছে মাদরাসা শিক্ষার উন্নয়ন।

পূর্বে মাদরাসা শিক্ষায় নানামুখি পদক্ষেপ নিলেও এবার এক সঙ্গে এক হাজার ৬৮১টি মাদরাসার অবকাঠামো উন্নয়নের পদক্ষেপ নিয়েছে সরকার। এছাড়া দেশের ইতিহাসে প্রথমবারের মতো কওমি মাদরাসা সনদের স্বীকৃতির বিল জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। মাদরাসা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই সুদৃষ্টি মাদরাসা শিক্ষার উন্নয়নে অনেক অবদান রাখবে। খোঁজ নিয়ে জানা যায়, সরকার এক হাজার ৬৮১টি মাদরাসার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে ৫ হাজার ৯১৮ কোটি ৬৩ লাখ টাকার একটি প্রকল্প বরাদ্দ দিয়েছে। যা ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ নামে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদন পেয়েছে। একনেক সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গত মঙ্গলবার প্রকল্পটি অনুমোদন পায়। ওইদিন সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, প্রকল্পটির বাস্তবায়ন মেয়াদ ধরা হয়েছে ২০২১ সাল পর্যন্ত। প্রকল্পটির আওতায় প্রত্যেক এমপি তার এলাকার ৬টি মাদরাসা উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকা পাবেন। জানা যায়, এ প্রকল্পের আওতায় মাদরাসাগুলোতে আইসিটিসহ সব ধরনের আধুনিক শিক্ষা দেয়ার ব্যবস্থা রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335