শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫৫ অপরাহ্ন

বানারীপাড়ায় জাতীয় শোক দিবসে ফ্রি-মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়া প্রতিনিধি॥

বানারীপাড়ায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারী মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশনের (পাইলট) প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে তিন দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় স্কুল প্রাঙ্গনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি শাহে আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের সদস্য সচিব ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান, সংগঠনের উপদেষ্টা ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এম এ জব্বার, রাজশাহী মেডেকেল বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. মাসুম হাবিব,ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ও প্লাস্টিক সার্জারী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সৈয়দ সামসুদ্দিন আহম্মেদ প্রমূখ। এসময় অন্যান্যের মধ্যে বানারীপাড়া উপজেলা ও পৌর আওয়ামীলীগ’র নেতৃবৃন্দ, সরকারী মডেল ইউনিয়ন ইনষ্টিটিউশনের (পাইলট) প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, উপজেলা যুবলীগের একাংশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত ২,৩ ও ৪ আগষ্ট দিনভর এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিভিন্ন জটিল রোগের ফ্রি চিকিৎসা প্রদান করবেন। এছাড়া রোগীদের ফ্রি ঔষধ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335