বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৯:১৫ অপরাহ্ন

মান্দায় ইভটিজিং কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম ২

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ইভটিজিংকে কেন্দ্র করে প্রতিপক্ষের  হাতে গরুতর জখম জুলফুন, জরিনা ও খালেক। ঘটনাটি ঘটেছে মান্দা উজেলার কশব ইউনিয়নের চকবালু আমিনগঞ্জ গ্রামের সুনামনি, তানিয়া ও বেলি দাসপাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী বিদ্যালয় থেকে ফেরার পথে একই এলাকার সিরাজের ছেলে জাহাঙ্গীর(২২) ও সাহাজানের ছেলে নাজমুল(১৮), তাদেরকে কু-প্রস্তাব প্রায় দিয়ে আসে। এব্যাপারে সুনামনি তার বাবা ময়নুলকে অবগত করলে মুয়নুল দাস পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুরকে জানায়।

তারপরেও কোন ব্যবস্থা না হওয়ায় এলাকায় নাজমুল ও জাহাঙ্গীরকে নিয়ে গ্রাম্য শালিসে বসলে এই শালিসকে তোয়াক্কা না করে সটকে পড়ে। প্রতিপক্ষের লোকজন  সিরাজ, গিয়াস, সামসুল, জাহাঙ্গীর, নাজমুলসহ আরো অনেকে সন্ত্রাসী কায়দায় সুনামনি, তানিয়া ও বেলির পরিবারের  দিপচান মন্ডলের স্ত্রী জুলফুন ও খালেকের স্ত্রী জারিনা নূরমোহাম্মদের ছেলে খালেককে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকে একাধারে আঘাত করলে ঘটনা স্থলে রক্তাক্ত অবস্থায় মাটিটে লুটেপড়ে তিনজন এলাকাবাসি দেখতে পেলে ঘটনা স্থলথেকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভর্তি করা অবস্থায় জুলফুনের অবস্থা আশংঙ্কা জনক হওয়ায় রেফার্ট করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালে। এব্যাপারে মান্দা থানা ভার প্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ মাহাবুব এর সাথে কথা হলে তিনি বলেন, মামলা হয়েছে অতিশিঘ্রই আসামীদের গেফতারের জন্য চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335