শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:২১ অপরাহ্ন

আগামী একাদশ সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে দেশবাসী অন্ধকারে

জিটিবি নিউজঃ  আগামী একাদশ সংসদ নির্বাচন কোন পদ্ধতিতে হবে এ নিয়ে দেশবাসী অন্ধকারে আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-(মতিন)। নিরপেক্ষ নির্বাচনই দেশকে অনিবার্য সংঘাতের হাত থেকে রক্ষা করতে পারে মনে করছেন দলটির নেতাকর্মীরা। তারা বলেন, দেশকে অনিবার্য সংঘাতের হাত হতে রক্ষার জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকেই উদ্যোগ নিতে হবে। রোববার রাতে (১৫জুলাই) কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন।

উপস্থিত সভায় দলটির নেতাকর্মীরা আরো বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তফসিল ঘোষনার তারিখ নির্ধারণ করছে অথচ এখনও কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নিয়ে দেশবাসী অন্ধকারে। সরকারী দল বলছে-সংসদ বহাল রেখে নির্বাচন হবে অন্য দিকে বিএনপি’র নেতৃত্বে ২০ দল দাবী করছে সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচন দিতে হবে ।এমন আক্রামন্মক মুখোমুখি অবস্থানের কারণে দেশ অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। নিরপেক্ষ নির্বাচনই দেশকে অনিবার্য সংঘাতের হাত হতে রক্ষা করতে পারে।বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলায় রাজনৈতিক হানাহানিতে একটি প্রান ঝরে গেলেও বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে।

ঢাকা মহানগর দক্ষিন ও উত্তর কমিটি,যুব পার্টি, মহিলা পার্টি নিয়ে অনুষ্ঠিত যৌথ সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব বিএম নাজমুল হক, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট জাফর আহম্মদ জয়, প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল হক আক্কাস, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মেজর (অব:) এস এম রহমান, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দীক, সাইফুল ইসলাম, যুব নেতা আতাউল্লাহ আরিফ ও নারী নেত্রী বিউটি আক্তার প্রমুখ

 

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © gtbnews24.com
Web Site Designed, Developed & Hosted By ALL IT BD 01722461335